কিভাবে eFootball গেমটি ক্লোন করবেন ! 100% Working
eFootball গেমটি ক্লোন করার উপায়
eFootball গেমটির নাম অনেকেই শুনে থাকবেন। আর নাম শুনেই বুঝতে পারছেন এটা একটি ফুটবল গেম। eFootball হলো একটা অনলাইন ভিডিও গেম যেটা জাপানিজ কোম্পানি কোনামি (Konami) তৈরি করেছে। যদিও eFootball গেমটি পেস (PES- Pro Evolution Scorer) নামেই বেশি পরিচিত। কারণ গেমটির আগের নাম ছিল পেস। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তারা নাম চেঞ্জ করে eFootball রাখেন। তবে শুরুর দিকে গেমটির নাম ছিলো Winning Eleven ।
eFootball হলো পেস এর আপডেট ভার্সন। বর্তমানে গেমটির তৃতীয় ভার্সন চলতেছে। গেমটির মোবাইল (Mobile), উইন্ডোজ (Windows), প্লেস্টেশন (Playstation), এক্সবক্স (X-box), আইওএস (IOS) ভার্সন রয়েছে। সবগুলা ভার্সনই ফ্রি এবং চাইলেই ইউজাররা ডাউনলোড করে খেলতে পারে। বর্তমানে গেমটির ডাউনলোড ৭০০ মিলিয়ন ছাড়িয়ে গেছে।
গেমটির গ্রাফিকস অন্যান্য ফুটবল গেমের তুলনায় অত্যন্ত ভালো। গেমপ্লেও খুব স্মুথ। যদিও গেমটার সাইজ একটু বেশি। মোবাইল ভার্সনের সাইজই ২ জিবি+ এবং আপনি যদি কমেন্ট্রি ডাউনলোড করেন তাহলে গেমটির সাইজ প্রায় ৩ জিবির কাছাকাছি চলে যায়।
গেমটি আমি নিজেও ৬ মাসের অধিক সময় ধরে খেলতেছি। তার আগে আমি FIFA বর্তমানে EA Sports FC Mobile Scorer খেলতাম। সত্যি বলতে আমার কাছে ব্যক্তিগতভাবে eFootball বেটার লেগেছে। বিশেষ করে গ্রাফিকস, গেমপ্লে, প্লেয়ার এবং টিম বিল্ডিং এর দিক থেকে। এগুলা নিয়ে অন্য দিন আলোচনা করবো।
তো আজকে আমরা আলোচনা করব, কিভাবে আপনি এক ফোনে একাধিক eFootball গেমটি খেলবেন। অর্থাৎ কিভাবে eFootball গেমটি ক্লোন করবেন। আমি ৩ টা পদ্ধতি দেখাবো। তো চলুন তাহলে শুরু করা যাক,
কিভাবে eFootball গেমটি ক্লোন করবেন (প্রথম পদ্ধতি)
গেম ক্লোন করার আগে অবশ্যই ফোনে ৩ জিবির উপরে জায়গা ফাকা রাখবেন।
প্রথমে আপনাদেরকে গেমটি ইনস্টল করে রাখতে হবে। যদি ইনস্টল না থাকে প্লে স্টোর থেকে গেম ডাউনলোড করে নিতে হবে। পরবর্তীতে আমাদের আরেকটা অ্যাপস ইনস্টল করতে হবে।
অ্যাপসটির নাম হলো Apk Editor Pro। সাইজ মাত্র ৫ MB।
আমি দুইটা ডাউনলোড লিংক দিয়ে দিছি। আপনাদের যেটাই ভালো লাগে সেটা থেকে ডাউনলোড করে নিবেন।
আপনারা অনেকেই ভাবতে পারেন অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করলেই তো হয়। কিন্তু প্লে স্টোরে যে অ্যাপসগুলো রয়েছে সবগুলো ফেক। এটার অফিসিয়াল ভার্শন প্লে স্টোরে নেই। তাই ওপরের লিংক থেকে এটা ডাউনলোড করে নিবেন। এবং এটা আপনার ফোনের কোনো ক্ষতি করবে না। এটা ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ।
অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে এরপর ইন্সটল করে নিবেন। এরপর যা যা পারমিশন চাইবে সবগুলো দিয়ে দিবেন।
এরপর এপসটিতে ঢুকে Installed App লেখায় ক্লিক করবেন।
তারপর আপনি যে এপসটি ক্লোন কত চাচ্ছেন অর্থাৎ eFootball গেমটি সিলেক্ট করে Common Edit লেখায় ক্লিক করবেন।
এখানে আপনার সুবিধা মতো গেমটির নাম দিবেন। যেমন, eEootball 2 এমন নাম দিতে পারেন। এরপর এখানে আমাদের প্যাকেজ নেম কে পরিবর্তন করতে হবে। প্যাকেজ নামের ক্ষেত্রে এখানে jp.konami.pesam কে এডিট করে jp.konami.pesan করে দিয়েছি। অর্থাৎ শেষে m এর জায়গায় n করে দিয়েছি। তবে আপনি চাইলে এখানেও সংখ্যা ব্যবহার করতে পারেন। যেমন jp.konami.pesam2 এমন।
যখন আরো বেশি ক্লোন করবেন তখন এভাবে সিরিয়াল বজায় রাখবেন। আর অবশ্যই লক্ষ রাখবেন প্রত্যেকটা নাম এবং প্যাকেজ আলাদা হয়।
তারপর সব কিছু অপরিবর্তিত রেখে Save এ ক্লিক করবেন। তারপর এপসটি ক্লোন হয়ে যাবে এবং ইনস্টল করতে বলবে। আপনি ইনস্টল করে নিবেন। তবে এখানে ইনস্টল করার সময় পারমিশন চাইতে পারে সেটা দিয়ে দিবেন।
প্রথম এপসটির কাজ শেষ।
এবার আমাদের আরো একটা অ্যাপস ইনস্টল করতে হবে যেটার নাম হলো ZArchiver। এপসটা প্লেস্টোরেই পেয়ে যাবেন। তারপরও আমি ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি।
অনেকের এই এপ না নামালেও চলবে। যেমন আমার নিজেরই দরকার হয় না। আমার Samsung ফোন। ফোনের ডিফল্ট ফাইল ম্যানেজার দিয়েই কাজ করা হয়। তবে অনেক ফোনেই সিকিউরিটি জনিত কারণে Android ফোল্ডারে ঢুকতে দেয় না। তবে এই এপস ব্যবহার করে ঢুকা যায়।
এপসটি ইনস্টল হয়ে গেলে পারমিশন গুলা দিয়ে এপসটিতে ঢুকে পরবেন।
এখন ফোনের Internal Storage এ গিয়ে Android ফোল্ডারে যাবেন। তারপর obb তে গিয়ে প্লাস (+) আইকনে ক্লিক করে নতুন একটা ফোল্ডার তৈরি করবেন।
ফোল্ডারটির নাম প্যাকেজ অনুযায়ী দিবেন। উপরে যেমন প্যাকজটির নাম দিয়ে ছিলাম jp.konami.pesan সেটা দিবেন।
এরপর পূর্বে থেকে থাকা jp.konami.pesam ফোল্ডারে প্রবেশ করুন। ফোল্ডারে যাওয়ার পর ২ টা ফাইল দেখতে পাবেন, সেগুলা কপি করুন।
Android→obb তে এসে jp.konami.pesan নামে যে নতুন ফোল্ডারটি তৈরি করলেন সেখানে এসে পেস্ট করে দিন। এবং ফাইল ২ টারই নাম চেঞ্জ করে pesam থেকে pesan করে দিন।
ব্যস কাজ শেষ। এবার কপি করা গেমটিতে প্রবেশ করুন। দেখবেন গেমটি স্মুফলি চলছে।
এই পদ্ধতিতে কিছু সুবিধা আবার কিছু অসুবিধা রয়েছে।
সুবিধা
এভাবে eFootball গেমটি ক্লোন করলে আপনার অযথা এমবি খরচ হবে না। সময়ও বাচবে। তুলনামূলক ঝামেলা কম। সবচেয়ে সুবিধা হলো গেমপ্লে তো কোনো প্রকার ল্যাগ পাবেন না। একদম স্মুথলি খেলা যায় মেইন এপসটির মতোই। একের অধিক ক্লোন করা যায়।
অসুবিধা
গেমের আপডেট আসলে সবকিছু আবার নতুন করে করতে হয়। যদিও এটা প্রায় ৩ মাস পর পর করতে হয়। কারণ বড় আপডেট ৩ মাস পর পর আসে। আপডেট আসলে আনইন্সটল করে আবার নতুন করে সব সেট আপ করতে হবে।
কিভাবে eFootball গেমটি ক্লোন করবেন (দ্বিতীয় পদ্ধতি)
আপনাকে একটি এপস ইনস্টল করতে হবে। এপসটির নাম Multiple Accounts। এপসটি প্লেস্টোরেই পেয়ে যাবেন। Download Multiple Accounts। ইনস্টল হয়ে গেলে এপসটিতে ঢুকতে গেলে কিছু পারমিশন চাইবে সেগুলা দিবেন। এবার নিচের দিকের আইকন টাতে ক্লিক দিয়ে প্রথমে Google Chrome, Play Store এড করে নিবেন। যদি এগুলা এড না করেন তাহলে গেমে লগিন করতে পারবেন না।
তারপর গেমটাকে এড করবেন। eFootball গেমটি এড করতে গেলেই আপনাকে প্লেস্টোরে নিয়ে যাবে। এখন আপনাকে জিমেইল দিয়ে প্লেস্টোরে লগিন করতে হবে। এখানে লগিন করা সম্পূর্ণ নিরাপদ। লগিন করা হয়ে গেলে eFootball 24 গেমটি ইনস্টল করে নিবেন।
সুবিধা
আগের পদ্ধতির থেকে এটা তুলনামূলক কম ঝামেলা পূর্ণ। চাইলে একের অধিক ক্লোন করতে পারবেন। গেমের আপডেট আসলে স্বাভাবিক ভাবেই আপডেট করে খেলতে পারবেন।
অসুবিধা
ভালো ডিভাইস না হলে প্রচুর ল্যাগ পাবেন খেলার সময়। ডিফাইস ভালো হলেও ল্যাগের দেখা পাইতে পারেন। তাছাড়াও পুরা গেমটাই আপনাকে ডাটা খরচ করে ইনস্টল করতে হচ্ছে।
কিভাবে eFootball গেমটি ক্লোন করবেন (তৃতীয় পদ্ধতি)
এই পদ্ধতিতেও একটা এপস ইনস্টল করতে হবে যেটার নাম হলো Island। আপনারা অনেকেই জানেন যে Island মানে হলো দ্বীপ। island এপটির কাজও অনেকটাই দ্বীপের মতোই। এপসটি প্লেস্টোরেই পেয়ে যাবেন। বরাবরের মতোই ডাউনলোড করে ইন্সটল করে পারমিশন গুলা দিয়ে দিন।
এরপর সেটআপ করতে বললে সেগুলা করে নিবেন। তারপর আমাদের Work মুডে আসতে হবে। এখানে এক এক ফোনে এক ভাবে আসতে পারে। Work মুডে আসার পরেই দেখতে পারেন নতুন আরেকটা ফোন হয়ে গেছে। এখানে প্লেস্টোরে এসে জিমেইল দিয়ে লগিন করবেন। তারপর eFootball 24 গেমটি ইনস্টল করবেন। তারপর গেমে গেলেই ফাইল ডাউনলোড করার কথা বলবে। সেই গুলা ডাউনলোড করে নিবে। অবশ্যই Google Chrome এপসটিও রাখবেন। না হলে গেমের ডাটা ট্রান্সফার করতে পারবেন না। ব্যস কাজ শেষ। এবার গেম খেলুন।
এখানে প্রথম পদ্ধতির মতো ফাইল গুলা কপি করে আনা যায় Mi File Manager ব্যবহার করে। তবে সেটা অনেক ঝামেলা পূর্ণ। তাই আমি আর দেখাচ্ছি না।
সুবিধা
এটাতেও তেমন কোনো সুবিধা নেই। তার থেকে অসুবিধাই বেশি। আপডেটে নতুন করে ইনস্টল করতে হয় না।
অসুবিধা
খেলার সময় ল্যাগ পাবেন। একের অধিক ক্লোন করা যায় না। আবার এই এপসটি ব্যবহার করার সময় পুরো ফোনটাই স্লো হয়ে যায়। তাছাড়াও এমবি তো খরচ করতে হচ্ছেই।
আমার মতামত
আমি আপনাদের প্রথম পদ্ধতিতেই সাজেস্ট করব। যদিও একটু ঝামেলাপূর্ণ তবুও আপনি গেম খেলে অনেক মজা পাবেন। কোনো প্রকার এক্সট্রা ল্যাগ বা ফ্রেম ড্রপ পাবেন না। সাধারণ এপ গুলার মতোই কাজ করবে। বাকি ২ মাধ্যমে গেমপ্লে যে স্মুথ হবে না সেটা শতভাগ নিশ্চিত।
শুধু একটাই সমস্যা আপডেট আসলে নতুন করে সেটআপ করতে হয়। ৩ মাস পর পর সেটা করতে খুব একটা বেশি অসুবিধা হবে বলে আমার মনে হয় না। বাকিটা আপনার ইচ্ছা।
আর যেকোনো প্রকার সমস্যা আমাদের মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুন,