কিভাবে ট্রেন্ডিং ভয়েস ফ্রিতে তৈরি করবেন? (ফোন ও কম্পিউটার দিয়ে)
এই পোস্টে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনারা একদম ফ্রিতে ট্রেন্ডিং ভয়েস খুব সহজেই তৈরি করতে পারবেন, ফোন কিংবা কম্পিউটার দিয়ে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।
ধাপ ১: ইলেভেন ল্যাবস ওয়েবসাইটে প্রবেশ
-
প্রথমে ইলেভেন ল্যাবস (Eleven Labs) লিখে গুগলে সার্চ করুন।
-
প্রথম ওয়েবসাইটে ক্লিক করে প্রবেশ করুন।
ধাপ ২: নতুন একাউন্ট তৈরি
-
ইলেভেন ল্যাবসে একটি নতুন একাউন্ট ক্রিয়েট করতে হবে।
-
যদি অলরেডি একাউন্ট থাকে, তবুও নতুন একটি একাউন্ট খুলতে রিকমেন্ড করা হচ্ছে।
-
জিমেইল ব্যবহার করে সহজেই সাইন আপ করে নিন।
ধাপ ৩: প্রোফাইল সেটআপ
-
সাইন আপ করার পর একটি ইন্টারফেস আসবে, যেখানে কন্টিনিউ করুন।
-
আপনার নাম ও ডেট অফ বার্থ (ইচ্ছামত) বসিয়ে দিন।
-
রেজিস্ট্রেশন প্রসেসের জন্য এটি প্রয়োজন।
-
এরপর কিছু কোশ্চেন আসবে, যেগুলো রেন্ডমলি সিলেক্ট করুন।
-
একাউন্ট তৈরি হয়ে গেলে পরবর্তী ধাপে যান।
ধাপ ৪: ভয়েস চেঞ্জার অপশনে প্রবেশ
-
ভয়েস চেঞ্জার অপশনে যান।
-
এখানে আপনাকে আগে একটি অডিও রেকর্ড করতে হবে।
-
রেকর্ড করা ভয়েসটি ইম্পোর্ট করুন।
ধাপ ৫: মডেল সিলেক্ট করা
-
মডেল অপশনে যান।
-
সার্চ বক্সে Bill লিখে সার্চ করুন।
-
প্রথমে আসা ভয়েসটি সিলেক্ট করুন।
-
এরপর “VITU” মডেল সিলেক্ট করুন।
-
সমস্ত সেটিংস হাই লেভেলে রাখুন।
-
স্পিকার বুস্ট অপশন ডিজেবল করে দিন।
ধাপ ৬: ভয়েস জেনারেট করুন
-
সবকিছু সেটআপ করার পর “Generate Voice” বাটনে ক্লিক করুন।
-
কিছুক্ষণের মধ্যেই আপনার ভয়েস জেনারেট হয়ে যাবে।
ধাপ ৭: ভয়েস ডাউনলোড করা
-
ভয়েস তৈরি হয়ে গেলে ডাউনলোড অপশনে ক্লিক করুন।
-
ভয়েসটি ডাউনলোড করে আপনার কনটেন্টে ব্যবহার করুন।
শেষ কথা
দেখলেন কত সহজে ট্রেন্ডিং ভয়েস তৈরি করা যায়! এরকম আরো হেল্পফুল এবং সিক্রেট টিপস & ট্রিকস পেতে ITjanun-এর সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী পোস্টে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।